সিটিজেন চার্টার
ভূমিকাঃ বাংলাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকলক্ষেত্রে নারীর অবস্থান পুরুষের তুলনায় পিছিয়ে আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। নারী উন্নয়ন তাই অগ্রাধিকার ক্ষেত্র বলে বিবেচিত।
নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রামত্ম সিডো (CEDAW) সনদ, বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশন (PFA) এবং অন্যান্য আমর্ত্মজাতিক ও আঞ্চলিক সনদ অঙ্গিকারের ভিত্তিতে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন ও নারী উন্নয়নে জাতীয় কর্ম পরিকল্পনা বাসত্মবায়ন করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম মহিলা বিষয়ক অধিদপ্তর ৬৪ জেলা ও ৪১২টি উপজেলা কার্যালয়েল মাধ্যমে মাঠ পর্যায়ে বাসত্মবায়ন করছে।
লক্ষ্যঃ সর্বক্ষেত্রে নারীর অবস্থান উন্নয়নের মাধ্যমে নারীকে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করণ ।
ক্রঃ নং | সেবা প্রদান কার্যক্রম | সেবাপ্রদানের প্রদ্ধতি | সময়সীমা | সেবাপ্রদানের স্থান |
০১ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম | স্থানীয় পর্যায় ও কোর্ট হতে প্রাপ্ত অভিযোগ সমূহ আমত্মপূর্বক শুনানী গ্রহণের মাধ্যমে আপোষ মীমাংসা ও প্রতিবেদন প্রেরণ করা হয়। | ১৫-৩০দিন | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। |
০২ | ভি.জি.ডি কার্যক্রম (দুঃস্থ মহিলাদের) | দুঃস্থ মহিলাদেরকে মাসে ৩০কেজি চাউল/গম খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিও’র মাধ্যমে তাদেরকে জীবন দক্ষতা এবং আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। সর্বপরী সরকারী নীতিমালা মোতাবেক তদারকী করা হয়। | মাসিক | ঐ |
০৩ | দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রম | সরকারী নীতিমালা মোতাবেক ভাতাভোগী নির্বাচন, পরিবর্তন ও সংশোধন করা হয়। | নির্ধারিত সময় অনুযায়ী মহিলারা ২৪ মাস ভাতা প্রাপ্য হন। | ঐ |
০৪ | মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম | সরকারী নীতিমালা মোতাবেক গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের উন্নয়নে ঋণ প্রদান করা হয়। | ১২/২৪ কিসিত্মতে আদায় যোগ্য | ঐ |
০৫ | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি | সরকারী নীতিমালা মোতাবেক সমিতি রেজিট্রেশনের জন্য আবেদন করেন এবং প্রতি বছর অনুদান প্রদান করা হয়। | প্রতি অর্থ বছর | ঐ |
০৬ | প্রশিক্ষণ | সেলাই, ব্লক, বাটিক ও হাতের কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীরা দৈনিক হাজিরা ভিত্তিতে ২০/- টাকা ভাতা প্রাপ্য হন। | প্রতি অর্থ বছর | ঐ |
০৭ | সচেতনতামূলক কর্যক্রম | যৌতুক, বাল্য বিবাহ, যৌন হয়রানী ও ইভটিজিং ইত্যাদি বিষয়ে মহিলাদেরকে সচেতন করা হয়। | যে কোন সময় | ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS